আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  দুপুর ১২:৪৪

পুলিশ ক্লিয়ারেন্স পেতে টাকা নেয়া দালাল গ্রেপ্তার

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স পাইয়ে দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগে মো. আসাদুজ্জামান ফরিদ(২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত ফরিদ সদর উপজেলার সাকরাইল গ্রামের মৃত কাবেল মিয়ার ছেলে। বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানাগেছে, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার তরফ আলীর ছেলে আব্দুর রউফ পুলিশ ক্লিয়ারেন্সের জন্য গত ১৩ নভেম্বর অনলাইনে আবেদন করেন। দীর্ঘদিনেও পুলিশ ক্লিয়ারেন্স না পাওয়ায় তিনি দালাল চক্রের সাথে যোগাযোগ করেন। এ বিষয়ে আব্দুর রউফ জেলা গোয়েন্দা পুলিশকে(ডিবি দক্ষিণ) তথ্য প্রদান করেন যে, ‘তিনি এক ব্যাক্তিকে ১২হাজার টাকা প্রদানের মাধ্যেমে তার পুলিশ ক্লিয়ারেন্স পেয়েছেন’।

বিষয়টি টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের নজরে এলে তিনি জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি দক্ষিণ) এ বিষয়ে তদন্তের নির্দেশনা দেন। নির্দেশনা পেয়ে ডিবি দক্ষিণের বিশেষ টিম অভিযান চালিয়ে দালাল চক্রের হোতা মো. আসাদুজ্জামান ফরিদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মো. আসাদুজ্জামান ফরিদ পুলিশ ক্লিয়ারেন্স পাইয়ে দেয়ার কথা বলে টাকা নেয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি পুলিশ ক্লিয়ারেন্স পাইয়ে দেয়ার মিথ্যা আশ্বাস দিয়ে ৭ হাজার টাকা নিয়েছেন বলে স্বীকার করেছেন।

পুলিশ সূত্র আরো জানায়, বাংলাদেশ পুলিশ তথা টাঙ্গাইল জেলা পুলিশের কোথাও অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স পেতে কোন টাকা-পয়সা লাগে না।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno