আজ- ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  বিকাল ৩:১২

পুলিশ-শ্রমিক ধাওয়া পাল্টা ধাওয়ায় বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়ক রণক্ষেত্র

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের উপ-শহর এলেঙ্গায় এক ট্রাক চালককে পিটানোর প্রতিবাদে বুধবার(২৭ ডিসেম্বর) বিকালে বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে শ্রমিকরা। বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করার সময় বাধা দেয়ায় পুলিশের সাথে পরিবহণ শ্রমিকদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের ধাওয়া খেয়ে এলেঙ্গাস্থ চৌরঙ্গী রেস্টুরেন্টে আশ্রয় নেয়। পরে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অভিযুক্ত পুলিশের শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কালিহাতী থানার এএসআই মেহেদী হাসান স্থানীয় ট্রাক চালক আলী আকবরকে তুচ্ছ কারণে বেধরক মারপিট করে। পুলিশের পিটুনিতে আলী আকবর গুরুতর আহত হলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ মিছিল করতে থাকে। এ সময় শ্রমিকদের বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে এবং মহাসড়কের দুই পাশে শ’ শ’ যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। শ’ শ’ যানবাহনের হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েন।
পিটুনির শিকার ট্রাক চালক আলী আকবর বলেন, আমার ট্রাকের সাথে অন্য গাড়ির ধাক্কা লাগায় কালিহাতী থানার এএসআই মেহেদী হাসান আমাকে হাত কড়া পড়িয়ে বেধরক পিটিয়ে রাস্তায় ফেলে রাখে। আমার মোবাইল মানিব্যাগসহ টাকা নিয়ে নেয়। খবর পেয়ে কালিহাতী থানার ওসি(তদন্ত) মুনছুর আল আরিফ ও সেকেন্ড অফিসার এসআই মেহেদী হাসান ঘটনাস্থলে এসে শ্রমিকদের রোষানলে পড়েন। এসময় এসআই মেহেদী হাসান দু’হাত তুলে শ্রমিকদের কাছে ক্ষমা প্রার্থণা করে রোষানল থেকে রক্ষা পান।

এলেঙ্গা বাসস্ট্যান্ডে বিক্ষুব্ধ শ্রমিকদের কাছে হাতজোর করে ক্ষমা প্রার্থণা করছেন এসআই মেহেদী হাসান।

খবর পেয়ে এলেঙ্গা বাসস্ট্যান্ড বণিক সমিতির সভাপতি মোতালেব সিকদার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার ও আওয়ামী লীগ নেতা নুরে-এ-আলম সিদ্দিকী এসে দোষী পুলিশের শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এলেঙ্গা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, পুলিশ প্রতিনিয়ত আমাদের (শ্রমিক) উপর মারপিট-অত্যাচার করে। আমরা কিছু বলতে পারিনা।
কালিহাতী থানার ওসি(তদন্ত) মুনছুর আল আরিফ ঘটনার সতত্যা স্বীকার করে বলেন, এএসআই মেহেদী হাসান ট্রাক চালক আলী আকবরকে মারপিট করায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে। অভিযুক্ত এএসআই মেহেদী হাসানকে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno