আজ- ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  সকাল ৭:১০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলেম-ওলামাদের সম্মানিত করেছেন :: তথ্য প্রতিমন্ত্রী

 

দৃষ্টি নিউজ:


তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরপরই দেশে ইসলামিক ফাউন্ডেশনে প্রতিষ্ঠা করেছিলেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে উন্নত করেছেন। সারাদেশে আধুনিক মডেল মসজিদ নির্মাণ করছেন, হজ্ব ব্যবস্থা আধুনিকায়ন করেছেন, আলেম ওলামাদের সম্মানিত করেছেন। তিনি শনিবার (৬ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ারে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার সমাপনী দিবসে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ‘ইসলামের আলোকে সন্ত্রাস-জঙ্গিবাদ ও বাল্য বিয়ে প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকার হচ্ছে উন্নয়নের সরকার। গত ১০ বছরে দেশে রের্কড পরিমান উন্নয়ন কর্মকান্ড হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামি সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগকে আবারো ক্ষমতায় আনতে হবে।
অনুষ্ঠানে সংসদ সদস্য মনোয়ারা বেগম, সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সকল শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এরআগে তথ্য প্রতিমন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno