আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  রাত ৮:৩৫

ফ্রেন্ডশিপ স্কুলে শিক্ষার্থীদের মাঝে ড্রেস বিতরণ

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলে বিশ্ব ভালবাসা দিবস উদযাপন উপলক্ষে সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ স্কুলের শিক্ষার্থীদের মাঝে ড্রেস বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(১৪ ফেব্রুয়ারি) জেলা পরিষদ সংলগ্ন বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডশীপ স্কুলের প্রতিষ্ঠাতা জুয়েল আহমেদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল পৌর শাখার সভাপতি সাংবাদিক মো. রাশেদ খান মেনন (রাসেল)’সহ বিদ্যালয়ের শিক্ষক, অবিভাবক ও শিশু শিক্ষার্থীরা।

টাঙ্গাইলে ফ্রেন্ডশিপ স্কুল ২০১২ সালে মাত্র ২৯ জন শিশু নিয়ে শুরু হয়েছিল। বর্তমানে টাঙ্গাইলে ফ্রেন্ডশিপ স্কুলের চারটি শাখায় পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত হতদরিদ্র, এতিম শিশু বিনা বেতনে পড়ালেখা করার সুযোগ পাচ্ছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno