আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  রাত ৩:১৮

বঙ্গবন্ধুর ভাষণের বিশ্ব স্বীকৃতি :: ভাসানী বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি

 

দৃষ্টি নিউজ:


স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড ডকুমেন্টারি হ্যারিটেজ হিসেবে স্বীকৃতি পাওয়ায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার(২৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ এবং এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়। পরে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে ভাসানী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno