আজ- ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ১১:০৮

বঙ্গবন্ধুসেতুতে হঠাৎ ট্রাকে আগুন ॥ এক ঘণ্টা টোল আদায় বন্ধ

 

দৃষ্টি নিউজ:


বঙ্গবন্ধুসেতু পাড়াপাড়কালে রড বোঝাই একটি ট্রাকে হঠাৎ আগুন ধরার ঘটনা ঘটেছে। শুক্রবার(১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ট্রাকে আগুন লাগায় সেতুর পূর্ব ও পশ্চিম টোলপ্লাজায় প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ রাখা হয়। এতে সেতুর উভয়পারে শ’ শ’ যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) মোশারফ হোসেন জানান, বঙ্গবন্ধু সেতুর ৩৭ নং পিলারের কাছে উত্তরবঙ্গগামী রড বোঝাই একটি ট্রাকে আকস্মিক আগুন ধরে যায়। তবে ওই আগুনের সূত্রপাত লক্ষ্য করেই চালক ও হেলপার নেমে পড়ে। ফলে এ অগ্নিকান্ডের ঘটনায় কোন প্রাণহানী ঘটেনি। সেতুর উপর চলন্ত ট্রাকে আগুন ধরার সংবাদ পেয়েই তাৎক্ষনিকভাবে ভূঞাপুর ও সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর ফলে সেতু দিয়ে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে নেয়ার পর দুপুর ১টার দিকে সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno