আজ- ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  বিকাল ৫:৩৩

বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে যান চলাচলে ধীরগতি

 

দৃষ্টি নিউজ:


বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। রোববার(১৪ জানুয়ারি) ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত মহাসড়কে ধীরগতিতে যানবাহন চলাচল করছে।
সেতু কর্তৃপক্ষ জানায়, রোববার ভোর ৫টা থেকে সকাল পৌনে ৬টা পর্যন্ত সেতুর পূর্ব প্রান্তের টোল প্লাজার সাতটি বুথের মধ্যে তিনটিতে টোল আদায় করা হয়। এতে টোল আদায়ে ধীরগতির কারণে সেতর পূর্ব দিকে প্রায় ১০ কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়। তবে সকাল পৌনে ৬টার পর কুয়াশা কেটে গেলে সবগুলো বুথ চালু রাখা হলে যানবাহনের গতি বাড়তে থাকে। সকাল সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানায় সেতু কর্তৃপক্ষ।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) আছাবুর রহমান জানান, দুর্ঘটনা এড়াতে ভোরে চারটি বুথ বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এসময় তিনটি বুথ দিয়ে যানবাহন পারাপার করার কারণে এ সমস্যার সৃষ্টি হয়। বেলা বাড়ার পর কুয়াশা কেটে গেলে সেতুর সবগুলো বুথই সচল করে দেয়া হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno