আজ- ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  বিকাল ৩:১৪

বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজট

 

দৃষ্টি নিউজ:


বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে ঘণকুয়াশা ও চারলেন প্রকল্পের চলমান কাজ মাটি খুড়ে করায় সোমবার(৫ ফেব্রুয়ারি) ভোর থেকে মহসড়কে কালিহাতীর এলেঙ্গা থেকে বঙ্গবন্ধুসেতুর পূর্বপাড় পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বেলা সাড়ে ১১টার দিকে কুয়াশা কমে এলে যানজট স্বাভাবিক হয়। দীর্ঘ যানজটের ফলে চালক এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।
এলেঙ্গা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর একরাম হোসেন জানান, সোমবার ভোর থেকে ঘণবকুয়াশা ও চারলেন প্রকল্পের চলমান কাজ মাটি খুড়ে করায় মহসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের চেষ্টায় সাড়ে ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরো জানান, সকাল থেকে ঘণকুয়াশায় মহাসড়কে গাড়ি ৩০-৩৫ ফুট দূরেও দেখা যাচ্ছিল না। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কমে গেলেও এলেঙ্গায় রাস্তার মাটি খুড়ে কাজ করায় স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করতে পারছিল না।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno