আজ- ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সন্ধ্যা ৬:২৮

বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

 

দৃষ্টি নিউজ:

বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের জামুর্কি এলাকায় সড়ক জনপথ(সওজ) এর উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার(২০ মে) বিকালে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল হকের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্র জানায়, বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কি এলাকার একটি তৃতীয়তলা ভবন, একটি দ্বিতীয়তলা ভবন, দুইটি আধাপাকা ও বেশ কয়েকটি টিনসেড ঘর ভেঙে ফেলা হয়। এর আগে সওজ থেকে অবৈধ এ স্থাপনাগুলো সরিয়ে নিতে এলাকায় মাইকিং করা হয়।
জামুর্কি এলাকায় পরিচালিত অভিযানের ক্ষতিগ্রস্তদের অভিযোগ, সওজ স্থাপনা সরিয়ে নিতে কোন সময় দেয়নি। হঠাৎ করে উচ্ছেদ অভিযান পরিচালনায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার নওয়োজিশ রহমান জানান, বঙ্গবন্ধুসেতু- টাঙ্গাইল-চন্দ্রা-ঢাকা মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ শুরু হয়েছে। মহাসড়ক উন্নয়ন কাজের স্বার্থে সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হচ্ছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno