আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৭:১৪

বঙ্গবন্ধু সেতু-জামালপুর রুটে ট্রেন ও সড়ক যোগাযোগ বন্ধ

 

দৃষ্টি নিউজ:

বঙ্গবন্ধু সেতুপূর্ব-জামালপুর রুটে বুধবার থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া বৃহস্পতিবার(১৭ আগস্ট) থেকে টাঙ্গাইল-ভূঞাপুর-তারাকান্দি সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
জানাগেছে, যমুনায় ব্যাপক হারে পানি বৃদ্ধি পাওয়ায় বঙ্গবন্ধু সেতুপূর্ব-জামালপুর রেললাইনে বুধবার সরিষাবাড়ি উপজেলার কালিবাড়ি নামকস্থানে রেললাইনের উপর পানি উঠে যোগাযোগ বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার তারাকান্দির কাউয়ামারা এলাকায় বাঁধ ভেঙে রেললাইনে পানি প্রবেশ করেছে। জোকারচর-তারাকান্দি বাঁধ ভেঙে যাওয়ায় সড়ক ও ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়েছে। এছাড়া তারাকান্দি সার কারখানা থেকে সার পশ্চিম ও দক্ষিণাঞ্চলে সরবরাহ বন্ধ হয়ে গেছে। সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
ভূঞাপুর রেল স্টেশন মাস্টার আব্দুল কাদের জানান, বুধবার থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব-জামালপুর রুটে ট্রেন যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। যমুনার পানি কমলে এবং রেললাইন সচল হলে পুনরায় ওই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno