আজ- রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬
২৭ পৌষ, ১৪৩২ | রাত ১০:৫৭
১১ জানুয়ারি, ২০২৬
২৭ পৌষ, ১৪৩২
১১ জানুয়ারি, ২০২৬, ২৭ পৌষ, ১৪৩২

বাংলাদেশে বাস করে মুক্তিযোদ্ধাদের অপমান করা কাম্য নয় :: কাদের সিদ্দিকী

দৃষ্টি নিউজ:

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডলকে যেভাবে অপমান অপদস্ত করা হয়েছে, আমি মনে করি এটা আমাকেও করা হয়েছে। আমি মনে করি এটা বাংলাদেশকে অপমান করা হয়েছে। সে যেই দলরই হোক, বাংলাদেশে বাস করে মুক্তিযোদ্ধাদের অপমান করা- এটা কাম্য নয়। রোববার (২৩ নভেম্বর) বিকালে মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা কমান্ডের আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে তিনি এসব কথা বলেন।

 

 

 

 

 

 

 

 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডলকে মোবাইল ফোনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানের অসৌজন্যমূলক কথাবার্তা ও গালিগালাজের প্রতিবাদ জানিয়ে আহমেদ আযম খানের বিচার ও তাকে দল থেকে বহিষ্কারের দাবিতে ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

 

 

 

 

 

 

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ হাবিব, মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক মো. নুরুজ্জামান, টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি আবু তালেব মিয়া প্রমুখ।

 

 

 

 

 

 

 

 

বক্তারা বলেন, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভেকেট আহমেদ আহমদ আজম খান একজন বীর মুক্তিযোদ্ধাকে যেভাবে মোবাইল ফোনে গালিগালাজ ও অসৌজন্যমূলক আচরণ করেছেন সেটা কোনো ভালো মানুষের পরিচয় বহন করে না।

 

 

 

 

 

 

এমন কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য তাকে সমগ্র জাতি ও বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে। একইসঙ্গে দল থেকে তার মনোনয়ন বাতিল ও বহিষ্কারের দাবিও জানান মুক্তিযোদ্ধারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা।

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়