আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  রাত ৪:২৭

বাল্য বিয়ে ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের লালকার্ড প্রদর্শন

 

দৃষ্টি নিউজ:

‘বাল্য বয়সে বিয়ে নয়, যৌতুক চাইলে সম্ভব নয়, মাদকমুক্ত যেন সমাজ হয়’ এই স্লোগানে টাঙ্গাইলের ভূঞাপুরে বাল্য বিয়ে, যৌতুক ও মাদকের বিরুদ্ধে লালকার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। রোববার(৫ মে) দুপুরে উপজেলার বাগবাড়ী উচ্চ বিদ্যালয়ে স্থানীয় প্রতিভা ছাত্র সংগঠনের উদ্যোগে এ লালকার্ড প্রদর্শন করা হয়। প্রতিভা ছাত্র সংগঠনের ছাত্র সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) রাশিদুল ইসলাম।
বাগবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিভা ছাত্র সংগঠনের সভাপতি জহুরুল ইসলাম, সহ-সভাপতি রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক রেজওয়ানুল করিম রানা, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাঈম হাসান প্রমুখ। পরে বাল্য বিয়ে, যৌতুক ও মাদকের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণির ১০জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno