আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সন্ধ্যা ৭:৪৬

বাসাইলে অধিকার ও আইন বিষয়ক সচেতনতামূলক মেলা অনুষ্ঠিত

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের বাসাইলে অধিকার ও আইন বিষয়ক সচেতনতামূলক মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে উপজেলার কাশিল ইউনিয়নের বাথুলীসাদী লাইলী বেগম উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিটের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাকী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কেএম আব্দুস সালাম, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক, বাসাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এম শহিদুল ইসলাম, ব্লাস্ট’র কো-অর্ডিনেটর অ্যাডভোকেট খন্দকার আমিনা রহমান, অ্যাডমিন অফিসার রাশেদ খান মেনন রাসেল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট এমদাদুল হক খান।
বাথুলীসাদী লাইলী বেগম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‌’আইন নয়, সামাজিক সচেতনতাই পারে বাল্যবিয়ে বন্ধ করতে’- এ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা এবং ‘শারীরিক ও মানসিক বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা প্রয়োজন’- এ বিষয়ে নির্ধারিত বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও মেলায় বাল্য বিয়ের উপর রচিত নাটিকা ও মাহবুব বয়াতির বাউল সঙ্গীত পরিবেশিত হয়। মেলায় আইন সহায়তা সংশ্লিষ্ট ৬টি স্টল অংশ নেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno