আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ২:০৮

বাসাইলে জাল ভোট দেয়ার সময় সহকারী প্রিজাইডিং অফিসার সহ দু’জন আটক

 

দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের বাসাইল দক্ষিণপাড়া কেন্দ্রে রোববার(৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে নৌকা মার্কায় জাল ভোট দেয়ার সময় সহকারী প্রিজাইডিং অফিসার সহ দুইজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হচ্ছেন, দক্ষিণপাড়া কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার ও উপজেলার সৈদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন সুলতানা এবং নৌকা মার্কার কর্মী কাঞ্চনপুর ছনকা পাড়ার সেলিম মিয়ার ছেলে রাশেদ হৃদয়(২৫)।
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কনক কান্তি দেবনাথ বলেন, ‘নৌকা মার্কার কর্মী রাশেদ সহকারী প্রিজাইডিং অফিসার পারভীন সুলতানার কাছ থেকে পেপার নিয়ে জাল ভোট দিচ্ছিল। এসময় অন্য প্রার্থীর এজেণ্টরা বিষয়টি জানালে ১০টি পেপারসহ তাকে আটক করা হয়। জালভোটে সহায়তা করার অপরাধে ওই সহকারী প্রিজাইডিং অফিসারকেও আটক করা হয়েছে।’ আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno