আজ- ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  বিকাল ৪:৫৯

বাসাইলে পাটের ব্যাগ বিতরণ

 

বাসাইল সংবাদদাতা:


টাঙ্গাইলের বাসাইলে ‘পরিবেশ সুরক্ষায় পাটের ব্যাগ ব্যবহার করি, পলিথিন বর্জন করি’ স্লোগানে গ্রাম পুলিশদের মাঝে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ বিতরণ করা হয়েছে। সোমবার(৫ নভেম্বর) উপজেলা পরিষদের কার্যালয় থেকে এ পাটের ব্যাগ বিতরণ করা হয়।
জানা যায়, বাসাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবীর ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ৫২জন গ্রাম পুলিশের মাঝে ওই পাটের ব্যাগ বিতরণ করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্না, বাসাইল প্রেসক্লাবের সভাপতি মো. আবুল কাশেম মিয়া, সাংবাদিক মিলন ইসলাম প্রমুখ।
পাটের ব্যাগ বিতরণের আগে পরিবেশ রক্ষায় এর উপকারিতা ও প্রচলিত পলিথিনের ব্যাগের ক্ষতিকর বিভিন্ন দিক তুলে ধরে অতিথিরা আলোচনা করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno