আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  দুপুর ২:১২

বাসাইলে পুরাতন প্রশ্নপত্রে ২০ মিনিট পরীক্ষা!

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের বাসাইল এমদাদ-হামিদা ডিগ্রী কলেজ কেন্দ্রে বুধবার(২৫ এপ্রিল) এইচএসসি’র হিসাব বিজ্ঞান ২য় পত্রের পরীক্ষায় ২০১৬ সালের(পুরাতন) বহুনির্বাচনী প্রশ্নপত্রে প্রায় ২০মিনিট পরীক্ষা নেয়া হয়েছে। শিক্ষার্থীরা প্রশ্ন হাতে পেয়ে বহুনির্বাচনী উত্তরপত্রের ঘরটি পূরণ করা শুরু করেন। প্রায় ২০মিনিট পর জনৈক শিক্ষার্থীর নজরে আসে। তাৎক্ষণিক ওই শিক্ষার্থী দায়িত্বরত শিক্ষককে জানান। এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না ওই কেন্দ্রে উপস্থিত হন। পরে তিনি উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ৭ মিনিট সময় বাড়িয়ে দেন।
এ কেন্দ্রে সকালে বাসাইল জোবেদা-রুবেয়া মহিলা কলেজ, করটিয়া আবেদা খানম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ ও শহীদ রওশন আলী কলেজের ৮৪জন শিক্ষার্থী দুইটি কক্ষে হিসাব বিজ্ঞান ২য় পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করেন। এরমধ্যে প্রায় ২০জন শিক্ষার্থীর হাতে ২০১৬ সালের বহুনির্বাচনী ‘গ’ সেট তুলে দেয়া হয়।
ওই কেন্দ্রের ২০ নম্বর কক্ষের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরীক্ষার্থী জানান, তাদের কক্ষে ২০১৬ সালের বহুনির্বাচনী ‘গ’ সেট প্রশ্নে প্রায় ২০ মিনিট পরীক্ষা নেয়া হয়। এরপর বিষয়টি নজরে আসলে দায়িত্বরত শিক্ষককে জানানো হয়। পরে ৭ মিনিট পরীক্ষার সময় বাড়িয়ে দেয়া হয়। একই কেন্দ্রের ১৪ নম্বর কক্ষের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরীক্ষার্থী জানান, প্রায় ১৫মিনিট পর প্রশ্ন পরিবর্তন করা হয়। পরে ৭মিনিট সময় বাড়ানো হয়।
বাসাইল এমদাদ-হামিদা ডিগ্রী কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষ ড. হাবিবুর রহমান জানান, ভুলক্রমে ২০১৬ সালের বহুনির্বাচনী ‘গ’ সেট প্রশ্ন দেয়া হয়। কিছুক্ষণের মধ্যেই সেটি পরিবর্তন করা হয়।
এ ব্যাপারে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না জানান, বিষয়টি জানার পর তাৎক্ষণিক কেন্দ্রে গিয়ে প্রশ্ন পরিবর্তন করা হয়। উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ৭ মিনিট সময় বাড়িয়ে দেয়া হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno