আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ১১:৩১

বাসাইলে শিয়ালের মাংসে পিকনিক!

 

দৃষ্টি নিউজ:

ফাইল ছবি

টাঙ্গাইলের বাসাইলের একদল যুবক শিয়ালের মাংস দিয়ে ব্যতিক্রমী পিকনিক বা চড়ুইভাতির আয়োজন করে আলোচনায় এসেছে। শনিবার(২ ডিসেম্বর) রাত ৮টার দিকে শিয়াল ধরে গলাকেটে চামড়া ছুঁলে ওই যুবকরা পিকনিকের আয়োজন করে।
জানাগেছে, বাসাইল উপজেলার সোনালিয়া গ্রামের কয়েকজন যুবক শনিবার দুপুরে দৌঁড়িয়ে একটি শিয়াল আটক করে। শিয়ালের মাংস খেলে নাকি শরীরের ব্যথা ভাল হয়, এমন ধারণা থেকেই তারা শিয়ালটিকে গলাকেটে চামড়া ছুঁলে খাওয়ার আয়োজন করে। শিয়ালের মাংস খাওয়ায় ৫০ টাকা করে চাঁদা তোলা হয়। স্থানীয় বারেক আলীর বাড়িতে শিয়ালের মাংস রান্না করা হয়। আয়োজনের খবর পেয়ে স্থানীয় ২৫-৩০ জন যুবক ছাড়াও বেশ কয়েকজন বয়স্ক ব্যক্তি শিয়ালের মাংস খেতে ওই পিকনিকে অংশ নেন।
মনির নামে এক যুবক বলেন, দুপুরে শিয়ালটি ধরা হয়। মুরব্বিরা বললেন- শিয়ালের মাংস খেলে নাকি শরীরের ব্যথা ভাল হয়। তাই আমরা নিজেদের মধ্যে কিছু চাঁদা তুলে এটি রান্না করে খেয়েছি। মাংসের স্বাদ মোটামুটি ভালই।
শিয়ালের মাংস রান্না করা বাবুর্চি যুবক খলিল বলেন, অনেক উৎসাহ নিয়েই শিয়াল রান্না করেছি- খেয়েছি।

 

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno