আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ২:৩৯

বাসাইল পৌরসভায় নৌকার প্রার্থী বিজয়ী

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী আব্দুর রহিম আহমেদ নৌকা প্রতীকে চার হাজার ৭৬০ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এনামুল করিম অটল ধানের শীষ প্রতীকে পেয়েছেন তিন হাজার ৯৪৫ ভোট ও কৃষক শ্রমিক জনতালীগের প্রার্থী রাহাত হাসান টিপু গামছা প্রতীকে পেয়েছেন তিন হাজার ৭৯৬ ভোট।
বাসাইল পৌরসভায় ১৬ হাজার ৪০০ ভোটের মধ্যে ১২ হাজার ৮৯০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করে। এর মধ্যে ৩৮৯টি ভোট বাতিল হয়। ভোট প্রদানের হার ৭৮.৭৪ ভাগ। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রহিম আহমেদ বিজয়ী হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে বলেন, বিএনপি ও কৃষক শ্রমিক জনতা লীগ ঐক্য করেও আওয়ামী লীগের বিজয় রুখতে পারেনি। এ বিজয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের পক্ষে জনগণের রায়।
শনিবার(৩০ জুন) বাসাইল পৌরসভার দ্বিতীয় মেয়াদের নির্বাচনে মোট ১০টি কেন্দ্রে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এরআগে গত মঙ্গলবার(২৬ জুন) কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী দলীয় মনোনীত প্রার্থী এনামুল করিম অটল নির্বাচনেস প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে ঘোষণা দেয়া হয়। একই সাথে তারা কাদের সিদ্দিকী বীর উত্তমের গামছা প্রতীকের প্রার্থী মো. রাহাত হাসান টিপুকে সমর্থন করার ঘোষণা দেয়া হয়। পরে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে এনামুল করিম ভোটের লড়াইয়ে থাকার ঘোষণা করলে গত শুক্রবার(২৯ জুন) কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় স্বার্থ বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে এনামুল করিম অটলকে দল থেকে সাময়িকভাবে বহিস্কার করে লিখিত প্রেসনোট দেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno