আজ- ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  বিকাল ৩:০৫

বাড়ি বাড়ি গিয়ে বন্যার্তদের মাঝে ইউপি চেয়ারম্যানের সহায়তা

 

নাগরপুর সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের দুর্গম এলাকায় ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী নিয়ে হাজির হলেন ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ মোল্লা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সহবতপুর ইউনিয়নের বন্যা কবলিত শতাধিক পরিবারের মাঝে তিনি নিজস্ব অর্থায়নে ত্রাণ পৌঁছে দেন ও বানভাসি মানুষের খোঁজ-খবর নেন এবং দুর্যোগে ধৈর্য্য ধারণের পরামর্শ দেন।

ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ মোল্লা বলেন, ‘রাজনীতি করি সাধারণ মানুষের জন্য। বাবাকে- বড় ভাইকে দেখেছি সাধারণ মানুষের কষ্টকে নিজের কষ্ট মনে করতেন। পরিবারের কাছ থেকেই তো রাজনীতি শিখেছি।

তিনি বলেন, আমার ইউনিয়নের সাধারণ মানুষ পানিতে কষ্ট করবে আর আমি ঘরে বসে থাকবো- এটা হতে পারে না। এটা কোন জনপ্রতিনিধির কাজ না। জনগণের কষ্টের সময়ে তাদের পাশে তাদের কষ্টটা নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করছি।

তিনি আরো বলেন, ‘আমি দুর্গম এলাকায় গিয়ে পানিবন্দি মানুষের সঙ্গে কথা বলেছি; সরকারি ও আমার ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno