আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  রাত ১১:৫৩

বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ২৯তম মৃতু্্যবার্ষিকী আজ

 

দৃষ্টি নিউজ:

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, জাতিসংঘ মানবাধিকার কমিশনের সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, তদানীন্তন হাইকোর্টের সাবেক বিচারপতি এবং সাবেক অ্যাডভোকেট জেনারেল মরহুম আবু সাঈদ চৌধুরীর ঊনত্রিশতম মৃত্যুবার্ষিকী আজ বুধবার(২ আগস্ট)।
এ উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ি জামে মসজিদে পবিত্র কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের সন্তানরা তার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করতে অনুরোধ করেছেন। বিচারপতি আবু সাঈদ চৌধুরী জাতীয় স্মৃতি সংসদ এ উপলক্ষে স্মরণসভার আয়োজন করবে। বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৯৭১-এর ১৫ মার্চ পাকহানাদার বাহিনীর গুলিবর্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে প্রবাসী বাংলাদেশ সরকারের বিশেষ প্রতিনিধি হিসেবে মুক্তি সংগ্রামের সপক্ষে বিশ্ব জনমত সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৮৫ সালে তিনি সর্বসম্মতিক্রমে জাতিসংঘ মানবাধিকার কমিশনের সভাপতি নির্বাচিত হন। ভারতের মিসেস বিজয় লক্ষ্মী পন্ডিত ও পাকিস্তানের স্যার জাফরুল্লাহ খানের পর জাতিসংঘের সর্বোচ্চ সম্মানিত এই ফোরামের নেতৃত্বদানকারী তিনিই তৃতীয় উপমহাদেশীয় ব্যক্তিত্ব।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno