আজ- বুধবার | ১৭ ডিসেম্বর, ২০২৫
২ পৌষ, ১৪৩২ | রাত ৪:৪৮
১৭ ডিসেম্বর, ২০২৫
২ পৌষ, ১৪৩২
১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ, ১৪৩২

বিজয় দিবসে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের শ্রদ্ধাঞ্জলি

দৃষ্টি নিউজ:

মহান বিজয় দিবসে টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে টাঙ্গাইল জেলা সদর জনসেবা চত্বরের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

 

 

 

 

 

এ সময় টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল, সহ-সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত ও আরমান কবীর সৈকত, সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান বাবু, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন পিন্টু, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্যনির্বাহী সদস্য সাজ্জাদ হোসেন লিংকন, নাহার চাকলাদার, মো. কামরুজ্জামান, সুলতান কবির সহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শহীদদের আত্মত্যাগ গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। নেতারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সীমাহীন ত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। তাদের আদর্শ ধারণ করেই গণতন্ত্র, সত্য ও ন্যায়ের পক্ষে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়