আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ৩:২৩

বিশ্ব ভালবাসা দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের ভালোবাসা বিনিময়

 

দৃষ্টি নিউজ:


বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে ‘এসো সবাই মিলি ভালোবাসার বন্ধনে’ শিরোনামে টাঙ্গাইলে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, শিশুদের ভালোবাসা বিনিময়, খেলাধূলা, পুরস্কার বিতরণ ও শিশুদের সাথে দুপুরের খাবার। বৃহস্পতিবার(১৪ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল শিশু অ্যাকাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে কেয়ার ফাউন্ডেশন। টাঙ্গাইল ম্যাটস্ এর সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুন হোসাইন, জেলা শিল্পকলা অ্যাকাডেমির সাধারণ সম্পাদক নাজমুল হুদা নবীন, ‘আমরা করবো জয়’ সংগঠনের সভাপতি মিনু আনাহোলী, বিডি ক্লিন-এর আহ্বায়ক শাহীন চাকলাদার, কেয়ার ফাউন্ডেশনের সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে চারপাশের পরিষ্কার-পরিচ্ছন্নতা করে বিডি ক্লিন, টাঙ্গাইল।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno