আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  সন্ধ্যা ৬:৪০

ভাসানী বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ভ্রাম্যমান বইমেলা শুরু

 

মাভাবিপ্রবি সংবাদদাতা:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা দিশা পরিচালিত ‘আলোঘর প্রকাশনা’র উদ্যোগে শনিবার(১২ মে) বিকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন দিনব্যাপী ভ্রাম্যমান বইমেলা শুরু হয়েছে। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ মেলা চলবে।
জানা যায়, মেলার প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। শিক্ষার্থীরা বিভিন্ন লেখকের বই ক্রয় করেছেন এবং ভ্রাম্যমান মেলার আয়োজকদের প্রতি ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এরকম বইমেলার আয়োজন করার আহ্বান জানাচ্ছেন।
আলোঘর প্রকাশনার জনসংযোগ কর্মকর্তা হাসনাত মোবারক বলেন, দেশব্যাপী শিক্ষার্থীদের বইমুখী করাই আমাদের মূল উদ্দেশ। এ লক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, স্কুল, কলেজ ও জেলা শহরে গত এক বছর ধরে আমরা এই কার্যক্রম পরিচালনা করছি। তারই ধারাবহিকতায় শনিবার থেকে আগামি সোমবার পর্যন্ত ভাসানী বিশ্ববিদ্যালয়ে বইমেলা চলবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno