আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ৪:৫৮

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘পোষাক শিল্পে পরিবেশ বান্ধব প্রচেষ্টা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের সেমিনার হলে মঙ্গলবার(১৫ জানুয়রি) ‘পোষাক শিল্পে পরিবেশ বান্ধব প্রচেষ্টা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের স্ট্যাট ইউনিভার্সিটি অব টেকনোলজির টেক্সটাইল ডেভলপমেন্ট অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ড. মো. ইমরানুল ইসলাম।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়াংি অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন। সভাপতিত্ব করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও সেমিনার ব্যবস্থাপনা কমিটির আহবায়ক ড. মো. মাহবুবুল বাসার।
সেমিনারে বাংলাদেশের প্রেক্ষাপটে পোষাক শিল্পে পরিবেশ উন্নয়নের প্রয়োজনীয়তা ও অগ্রগতির বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরা হয়। ভবিষ্যতে পোষাক শিল্পে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ভূমিকা এবং পরিবেশ বান্ধব গবেষণার উপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno