আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৯:৫৮

ভাসানী বিশ্ববিদ্যালয়ে লায়নস ক্লাবের বিনামূল্যে চক্ষু শিবির

 

মাভাবিপ্রবি সংবাদদাতা:


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লিও ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পের আয়োজন করা হয়। সোমবার(১ অক্টোবর) সকাল ১০ টায় অক্টোবর সার্ভিস উইক উপলক্ষে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব লায়নস ক্লাব ডিস্ট্রিক ৩১৫-এ২ বাংলাদেশ ‘লিও ক্লাব অব মাভাবিপ্রবি’ কর্তৃক এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পের উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন। ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক ৩১৫-এ২ এর জেলা গর্ভনর লায়ন হাবীবা হাসান (পিএমজেএফ) এবং বিশেষ অতিথি ছিলেন, আইপিডিজি লায়ন শরীফুল ইসলাম রিপন (পিএমজেএফ)। ওই ফ্রি আই ক্যাম্পে প্রায় আড়াই হাজার চক্ষু রোগীকে বিভিন্ন প্রকার সেবা দেয়া হয়। আই ক্যাম্পের অনুষ্ঠান পরিচালনা করেন, লিও ডিস্ট্রিক কাউন্সিলের রিজিয়ন ডিরেক্টর লিও নূর নবী সিদ্দিকী।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno