আজ- ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  রাত ১:৪৭

ভাসানী বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসবাদ প্রতিরোধ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

 

দৃষ্টি নিউজ:


বাংলাদেশ ইনস্টিটিউড অব ক্রাইম অ্যান্ড জাস্টিজ স্ট্যাডিজ (বিআইসিজেএস) ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের যৌথ উদ্যোগে ‘কাউন্টার টেরোরিজিম অ্যান্ড টেরোরিজম প্রিভেনশন ঃ ফ্রম সোস্যাল সায়েন্স পারসপেকটিভস্’ শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন শনিবার(৬ জানুয়ারি) সিপিএস বিভাগের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বিআইসিজেএস’র চেয়ারপারসন ও ভার্জিনিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের সোসিওলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিজ বিভাগের প্রফেসর ড. মোকাররম হোসেনের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠিত কনফারেন্সের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. এএসএম সাইফুল্লাহ্্। স্বাগত বক্তব্য রাখেন, সিপিএস বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম।
অনুষ্ঠানের চারটি পর্বে আমেরিকার ভেলোডস্টা স্টেট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মিজানুর রহমান মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রহমতউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স-এর অধ্যাপক নাজমা শাহীন ও আইন বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মাসুদ রেজা, আমেরিকার সাউথ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সফিকুর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম ও মূল্যায়ন পরীবিক্ষনের ডিন ড. মো. বিন কাসেম, দি ডেইলি ফিন্যানশিয়াল এক্সপ্রেস পত্রিকার প্ল্যানিং এডিটর আসজাদুল কিবরিয়া সেশন চেয়ার ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি বিভাগের শিক্ষকরা এই কনফারেন্সে বিভিন্ন পর্বে আলোচক হিসেবে ছিলেন। এছাড়া বিভাগের মাষ্টার্সের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি বিআইসিজেএস’র বিভিন্ন গবেষক আন্তর্জাতিক এই কনফারেন্সে প্রবন্ধ পাঠ করেন।
ওই সম্মেলনে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও রেজিস্ট্রেশনকৃত ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno