আজ- ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  সকাল ৬:২২

ভাসানী বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপন

 

দৃষ্টি নিউজ:


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সোমবার(২২ জানুয়ারি) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ১৪তম বার্ষিক সারস্বত্যোৎসব পালন করা হয়েছে।
প্রতি বারের ন্যায় এ বছরও বিশ্ববিদ্যালয়ের সকল হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতায় বিদ্যাদেবী সরস্বতী’র জন্য বাণী অর্চনা পাঠ করা হয়। সোমবার সকাল ৯ টায় ক্যাম্পাস প্রাঙ্গণে বিদ্যাদেবী সরস্বতী’কে পূজা দেয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর সকাল সাড়ে ১০টায় পুস্পাঞ্জলী নিবেদন, বেলা ১১টায় ধর্মীয় আলোচনা ও ১২টায় প্রসাদ বিতরণ করা হয়।
এ সময় পূজা উদযাপন কমিটির আহ্বায়ক বিজ্ঞান অনুষদের ডীন ও সহযোগী অধ্যাপক ড. পিনাকী দে, ইএসআরএম বিভাগের সহকারী অধ্যাপক তন্ময় রায় তুষার, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত সাহা, গণিত বিভাগের প্রভাষক সঞ্জয় কুমার সাহা, রসায়ন বিভাগের প্রভাষক পীযুষ কান্তি রায়, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক ড. সুমল চন্দ্র, ভঅসানী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিবীড় পাল প্রমুখ সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া বিকাল ৫টায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা ৬ টায় আরতী’র আয়োজন করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno