আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  রাত ৩:৫৭

ভূঞাপুরে উন্নয়ন কাজের অগ্রগতি সন্তোষজনক!

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অধীন চলতি অর্থবছরের উন্নয়নমূলক কাজের অগ্রগতি সন্তোষজনক। চলমান উন্নয়ন কাজ সঠিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানাগেছে।
সংশ্লিষ্টসূত্রে জানাগেছে, ২০১৭-১৮ অর্থ বছরে কাবিটা সাধারণ খাতে ৭টি প্রকল্পের বিপরীতে ২৪ লাখ সাত হাজার ৪৩২ টাকা বরাদ্দ দেয়া হয়। ৭টি প্রকল্পের কাজ সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে, সার্বিক কাজের অগ্রগতি ৯০%। নির্বাচনী এলাকা ১ম পর্যায় কাবিটা খাতে বরাদ্দ ২৩ লাখ পাঁচ হাজার ১৯৯ টাকায় আরো ৭টি প্রকল্পের কাজ ৯২% বাস্তবায়িত হয়েছে। টিআর সাধারণ ও নির্বাচনী এলাকা হিসেবে পর্যায়ক্রমে ১৭ লাখ ৯৪ হাজার ৬৮৯ টাকা এবং ১৯ লাখ ৪৭ হাজার ৬৮১ টাকা বরাদ্দ দেয়া হয়। সাধারণ টিআর খাতে ৩১টি প্রকল্প এবং নির্বাচনী এলাকা ভিত্তিক ভূঞাপুরে ২২টি প্রকল্পের কাজের ৮৫% বাস্তবায়ন হয়েছে।
অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচিতে(৪০ দিনের প্রকল্প) মোট বরাদ্দ এক কোটি ১৬ হাজার টাকায় মোট ৩৬টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। কাজের সার্বিক অগ্রগতি ৯৬%। ব্যয়িত অর্থের পরিমাণ ৯৬ লাখ ৬৩ হাজার টাকা। অবশিষ্ট তিন লাখ ৫৩ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দেয়া হয়েছে।
সরেজমিনে উপজেলার অর্জুনা, গাবসারা, ফলদা, গোবিন্দাসী, অলোয়া ও নিকরাইল ইউপি ঘুরে কিছু কিছু প্রকল্পের কাজ অত্যন্ত সন্তোষজনক পাওয়া যায়।
অর্জুনা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা সহ অনেকেই জানান, উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে সকল উন্নয়নমূলক কাজ সঠিকভাবে সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক সার্বক্ষণিক দিক-নির্দেশনা ও মাঠ পর্যায়ে পরিদর্শনের ফলে প্রকল্পের কাজের মান অন্য বছরের চেয়ে ভাল হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno