আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ১১:৫২

ভূঞাপুরে গরু চড়াতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের ভূঞাপুরে পিডিবির বিদ্যুতের তারে জড়িয়ে রোববার(১৫ জুলাই) সকাল ১১টার দিকে সুদেব বর্মণ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সুদেব বর্মণ উপজেলার ফলদা ইউনিয়নের ফলদা হিন্দুপাড়া গ্রামের তুফাইনা বর্মণের ছেলে।
ফলদার ইউপি সদস্য কনক চন্দ্র ঘোষ জানান, পিডিবির অধীন উপজেলার ফলদা হিন্দু পাড়ায় অপরিকল্পিতভাবে ফাঁটা বাঁশের সাথে বিদ্যুতের লাইন টাঙিয়েছে ভূঞাপুর বিদ্যুৎ অফিস। নিহত সুদেব বাড়ির পাশেই গরু চড়াতে গিয়ে ওই ফাঁটা তারে পৃষ্ঠ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, এর আগে বার বার অপরিকল্পিতভাবে টাঙানো তার অপসারনের জন্য বিদ্যুৎ অফিসে অভিযোগ করা হলেও কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।
এ প্রসঙ্গে ভূঞাপুর বিপিডিবি (বিতরণ ও উন্নয়ন) বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক জানান, উপজেলার বিভিন্ন এলাকায় এখনো হাজার হাজার ফাঁটা তারের লাইন রয়েছে। পর্যায়ক্রমে সেগুলো সরানো হচ্ছে। বিদ্যুৎপৃষ্টের ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno