আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  বিকাল ৩:০৪

ভূঞাপুরে দুর্নীতি বিরোধী সপ্তাব্যাপী কর্মসূচি

 

দৃষ্টি নিউজ:


‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত টাঙ্গাইলের ভূঞাপুরে দুর্নীতি বিরোধী সপ্তাহ পালিত হচ্ছে।
এ উপলক্ষে মঙ্গলবার(২৭ মার্চ) উপজেলার ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ভূঞাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ভুঞাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুল লতিফ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা সমন্বিত দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক রেবা হালদার, সহকারী পরিচালক মো. নুরুল আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সদস্য মো. তাইবুল ইসলাম সোয়েব, রমা রাণী ভৌমিক। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন, ইব্রাহীম খাঁ সরকইর কলেজের অধ্যাপক আনোয়ারুল ইসলাম পাপ্পু, উপজেলা মহিলা বিষয়ক কমৃকর্তা কনিকা ভৌমিক, সাবেক প্রধান শিক্ষক আব্দুস ছালাম। বিতর্কের বিষয় ছিল ‘বাংলাদেশে দুর্নীতি সুশাসন প্রতিষ্ঠায় প্রধান অন্তরায়’। এতে প্রথম স্থান অধিকার করে ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন, ভূঞাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ইকরামুল হাসান নাবিল।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno