আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  রাত ১:০৪

ভূঞাপুরে প্রাথমিক বিদ্যালয়ে দেয়াল নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুর কাগমারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তা প্রাচীর নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। গত ২৮ মে কাগমারীপাড়া বাজার বণিক সমিতি সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ’র দায়ের করা রিট পিটিশিনের(নং-৭২৭৮/১৮) ভিত্তিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহম্মেদের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
বাদি পক্ষের আবেদনে জানা যায়, প্রায় ৩০০ বছরের পুরনো কাগমারীপাড়া বাজারের জমি দখল করে প্রাথমিক বিদ্যালয়ের নামে দেয়াল নির্মাণ করে বাজারের যাতায়াতের পথ বন্ধ করে দেয়ার পায়তারা করছে একটি কুচক্রি মহল। আবেদনে বলা হয়, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার কাগমারী-শিয়ালকোল মৌজার বিআরএ খতিয়ান নং ১ এর ৪৮০ ও ৪৮১ নং দাগে এবং বিআরএস ১/১ নং খতিয়ানে ৪৮১ ও ৪৮২ নং দাগে মোট এক একর ৬২ শতাংশ জমি সরকারের নামে রেকর্ডভুক্ত আছে। দুইটি খতিয়ানের ৬ শতাংশ জমি বিদ্যালয়ের, এক একর ২০ শতাংশ খেলার মাঠ এবং ৩৬ শতাংশ জমি বাজারের নামে বরাদ্দকৃত থাকলেও ৩৪ শতাংশ জমির উপর কাগমারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮ শতাংশ জমির উপর একটি ব্যক্তি মলিকানাধীন বাড়ি ছাড়াও এক একর ২০ শতাংশ জমিতে ব্রিটিশ আমল থেকে ‘কাগমারীপাড়া বাজার’ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে বাজেরের মাঝখান দিয়ে দেয়াল নির্মাণ করে বাজারটি সম্পূর্ণভাবে বন্ধ করার পরিকল্পনা করছে একটি মহল। এতে এলাকাবাসীর সহায়তায় বাজার বণিক সমিতির সভাপতি বাদি হয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করলে আদালত বিদ্যালয়ের দেয়াল নির্মাণ বন্ধের আদেশ দেন। বাদি পক্ষে রিটে শুনানী করেন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্ট্রার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট ফয়সাল হাসান আরিফ ও অ্যাডভোকেট কায়সার উজ্জামান। হাইকোর্টের আদেশ প্রাপ্ত হয়ে স্থানীয় প্রসাশন বিদ্যালয়ের দেয়াল নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno