আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ১০:২১

ভূঞাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের করুন মৃত্যু ॥ আহত তিন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুরের পাছতেরিল্ল্যা গ্রামে বিদ্যুতের তার ছিড়ে পুকুরের পানিতে পড়ে তড়িতাহত হয়ে মঙ্গলবার(১ আগস্ট) মা সেলিনা(৩০) ও শিশুপুত্র সেলিম(৫)- এর করুন মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন ব্যক্তি। নিহতরা পাছতেরিল্ল্যা গ্রামে ফজলুল হকের স্ত্রী ও শিশুপুত্র।
আহতরা হচ্ছেন, ওই গ্রামের আশরাফুল ইসলাম(৩৫),আজহার আলী(৭০) ও মিস্টার আলী(৪০)।
এলাকাবাসী জানায়, ভূঞাপুর উপজেলার পাছতেরিল্ল্যা গ্রামের তারা তালুকদারের ছেলে ইকবাল তালুকদার তার পুকুরে রাতে বৈদ্যুতিক বাল্ব জ্বালানোর জন্য নিম্নমানের তার দিয়ে বিদ্যুৎ সংযোগ নেন। মঙ্গলবার বিদ্যুতের ওই তার ছিড়ে পুকুরের পানিতে পড়ে যায়। এতে পুকুরের পানি বিদ্যুতায়িত হয়। দুপুরে পাছতেরিল্ল্যা গ্রামের ফজলুল হকের শিশুপুত্র সেলিম ওই পুকুরের পানিতে পড়ে যায়। তার মা সেলিনা উদ্ধার করতে পুকুরের পানিতে নামলে তড়িতাহত হয়ে মা-ছেলের করুন মৃত্যু হয়। এ সময় মা-ছেলেকে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন একই গ্রামের আশরাফুল ইসলাম, আজহার আলী ও মিস্টার আলী। আহতদের উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভূঞাপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. জাহিদুজ্জামান জুয়েল বলেন, বিদ্যুৎস্পৃষ্ট মা-ছেলেকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়। আহত তিনজনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আজহার আলীর অবস্থা আশঙ্কাজনক।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno