দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুরে স্ত্রীর পরকিয়ার জ্বালা সহ্য করতে না পেরে অভিমানে ফাঁসিতে ঝুঁলে জাহাঙ্গীর আলম নামে এক স্বামী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার(১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রাজাপুর গ্রাম থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহত জাহাঙ্গীর আলম গোপালপুর উপজেলার উড়িয়াবাড়ি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
জানাগেছে, জাহাঙ্গীর আলমের সাথে ভূঞাপুর উপজেলার অজুর্না ইউনিয়নের রাজাপুর গ্রামের হায়দার আলীর মেয়ে লাভলীর সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই জাহাঙ্গীর শ্বশুর বাড়িতে বসবাস করতেন। পরে একই(রাজাপুর) গ্রামের আব্দুর রশিদের ছেলে আমিনুর বাবুর সাথে লাভলী পরকিয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়।
নিহতের বড় ভাই সাঈদ জানান, জাহাঙ্গীর আলমের স্ত্রী লাভলীর সাথে আমিনুরের অবৈধ সর্ম্পক ছিল। এনিয়ে গ্রামে সালিশি বৈঠকও হয়েছে। ওই বৈঠকে আমিনুরকে পরকিয়ার কারণে দেড় লাখ টাকা জরিমানা করে লাভলীর কাছ থেকে দূরে থাকার নির্দেশনা দেয়া হয়। কিন্তু জাহাঙ্গীর আলম সেই জরিমানার টাকা নেননি। এরপরও আমিনুর-লাভলীর পরকীয়া অটুট ছিল। স্ত্রী লাভলীর পরকিয়ার জ্বালা সহ্য করতে না পেরে অভিমানে জাহাঙ্গীর আলম বাড়ির উত্তর পাশে একটি গাছের ঢালে ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করেন। এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হবে।
বিষয়টি নিশ্চিত করে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) রাশিদুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
