আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ১২:১৬

ভূঞাপুরে স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের ভূঞাপুরে স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দের সভাপতিত্বে রোববার(২৪ ফেব্রুয়ারি) পরিবার পরিকল্পনা অধিদপ্তর এমসিএইচ-সার্ভিসেস ইউনিট এ কর্মশালার আয়োজন করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য তানভীর হাসান ছোট মনির এমপি। বিশেষ অতিথি ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ- সার্ভিসেস ইউনিটের প্রোগ্রাম ম্যানেজার ডা. এবিএম শামসুদ্দিন আহমেদ, টাঙ্গাইলের পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মো. লুৎফুল কিবরিয়া, ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু সামা প্রমুখ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno