আজ- ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  সন্ধ্যা ৬:৫৬

ভূঞাপুরে ৪৭ পরিবারে বিনামূল্যে সোলার বিতরণ

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের বিশেষ বরাদ্দকৃত টিআর(টেস্ট রিলিফ) ও কাবিটা(কাজের বিনিময়ে টাকা) প্রকল্পের আওতায় ৪০ লাখ টাকা ব্যয়ে উপজেলার ৪৭টি পরিবারের মাঝে সৌর বিদ্যুতের সোলার প্যানেল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে ভূঞাপুর উপজেলা অডিটরিয়ামে মঙ্গলবার(১০ অক্টোবর) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সাংসদ খন্দকার আসাদুজ্জানের প্রতিনিধি তার ছেলে আওয়ামীলীগ নেতা খন্দকার মশিউজ্জামান রোমেল (সিআইপি)। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হালীম অ্যাডভোকেট, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেবী, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম কাউসার চৌধুরী, আওয়ামীলীগ নেতা আ. রাজ্জাক মিঞা প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোলার প্যানেলের ঠিকাদারী প্রতিষ্ঠান ইটকম’র কর্মকর্তাবৃন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের প্রধান সহকারী মো. আব্দুল বারী মিঞা।
উল্লেখ্য, সংসদ সদস্যের কোটায় বিশেষ বরাদ্দ পাওয়া সাকুল্য টাকার ৫০% সোলার প্যানেল বিতরণে ব্যয় করার নির্দেশনা রয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno