আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  বিকাল ৩:৫৩

মজনু হত্যা মামলায় বাবা ও তিন ছেলের যাবজ্জীবন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের চাঞ্চল্যকর মজনু হত্যা মামলায় বাবা-ছেলে সহ চারজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডের রায় দেয়া হয়। সোমবার(১৮ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল হাসান এ রায় দেন। দন্ডিতরা হচ্ছেন, দেলদুয়ার উপজেলার পাছ এলাসিন গ্রামের সাগর মিয়া (৬০), তার তিন ছেলে এরশাদ মিয়া (২৮), রাশেদ মিয়া (২৬) ও মনিরুল ইসলাম (২২)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৮ জুলাই বাড়ির সীমানা সংক্রান্ত জটিলতা নিয়ে দেলদুয়ার উপজেলার পাছ এলাসিন গ্রামের মজনু মিয়া (৩৫) এর সাথে ঝগড়ার এক পর্যায়ে দন্ডিত আসামীরা হামলা চালিয়ে তাকে পিটিয়ে হত্যা করে। পরে নিহত মজনু মিয়ার স্ত্রী বাদী হয়ে দেলদুয়ার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট আলমগীর খান মেনু। আসামী পক্ষে ছিলেন, অ্যাডভোকেট বাকী মিয়া।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno