আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  ভোর ৫:২০

মধুপুরে ঐতিহ্যবাহী ঘোড় দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের আকাশী গ্রামে ১০ম ঐতিহ্যবাহী ঘোড় দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২০ জানুয়ারি) বিকালে স্থানীয় বঙ্গবন্ধু ক্লাবের উদ্যেগে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঘোড় দৌড় প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিেিটডের চেয়ারম্যান এসএম নুরুল আলম রেজভী।
বঙ্গবন্ধু ক্লাবের সভাপতি মো. আ. বারী বাবুলের সভাপতিত্বে ঘোড় দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম, গাজী টিভি’র নির্বাহী প্রযোজক ড. বায়োজিত মোড়ল, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার রমেন্দ্র নাথ বিশ^াস, মধুপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর এসএম জাহিদ হাসান, পৌর মেয়র মো. মাসুদ পারভেজ, মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি সিদ্দিক হোসেন খান প্রমুখ।
মধুপুর উপজেলার আকাশী ও দামপাড়া গ্রামের মধ্যস্থলে বিশাল ময়দানে অনুষ্ঠিত ঘোড় দৌড় প্রতিযোগিতা প্রায় ৫০ হাজার নারী-পুরুষ উপভোগ করেন।
প্রতিযোগিতায় টাঙ্গাইল, মধুপুর, ধনবাড়ী, জামালপুর, সরিষাবাড়ী সহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে ৫০টি ঘোড়া নিয়ে সওয়ারিরা অংশ গ্রহন করেন। পরে বিজয়ীদের মাঝে আকর্ষনীয় পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno