আজ- ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  রাত ১:০৫

মধুপুরে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে পাইলট নিহত

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের মধুপুর উপজেলার পাহাড় কাঞ্চনপুর বিমান বাহিনী ঘাঁটির টেলকি ফায়ারিং জোনে শুক্রবার(২৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার বিধ্বস্ত বিমানের পাইলট আরিফ আহমেদ দিপু নিহত হয়েছেন। সংবাদ পেয়ে বিমান বাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান, বিমান বিধ্বস্তের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বিমানটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিকাল ৫টা পর্যন্ত বিমান বাহিনী, মধুপুর থানা পুলিশ এবং মধুপুর ফায়ার সার্ভিােসর কর্মীরা উদ্ধার তৎপরতা চালান। বিমান দুর্ঘটনায় নিহত পাইলটের মরদেহটি ক্ষতবিক্ষত হওয়াসহ দুর্ঘটনা কবলিত বিমানটি টুকরো টুকরো হয়ে গেছে। নিহত পাইলটের শুধু নাম ব্যতিত বয়স বা ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস জানান, গত ২২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের পাহাড় কাঞ্চনপুর বিমান বাহিনী ঘাঁটির টেলকি ফায়ারিং জোনে বিমান বাহিনীর মহড়া ছিল। মধুপুর বনে পরিচালিত এ মহড়ার অংশ হিসেবে শুক্রবার বিকাল ৩ টা ৪০ মিনিটে মহড়া চলাকালে বাংলাদেশ বিমানের এফ-৭ পিজি নামক একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান হঠাৎ বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই দুর্ঘটনা কবলিত বিমানের পাইলট আরিফের মৃত্যু হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno