আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  দুপুর ১:৪২

মধুপুরে রাস্তা পাকা করণের দাবিতে মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের মধুপুর উপজেলার ১১নং শোলাকুড়ি ইউনিয়নের সকল রাস্তা পাকা করণের দাবিতে রোববার(১৯ নভেম্বর) মানববন্ধন কমসূচি পালন করেছে।
ইউনিয়নের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে শ’ শ’ এলাকাবাসী দিনব্যাপী ওই মানববন্ধনে অংশ নেয়। এ সময় নানা স্পটে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, প্রধান শিক্ষক খোরশেদ আলম, স্থানীয় আদিল, ছাত্রী তৃষ্ণা প্রমুখ।
বক্তারা বলেন, এ ইউনিয়নে মাত্র ৪ কিলোমিটার রাস্তা ব্যতিত সকল রাস্তাগুলো কাঁচা আর খনাখন্দে ভরা। রাস্তাগুলো বেহাল অবস্থা হয়ে রয়েছে। বৃষ্টির দিনে যানবাহন তো দূরের কথা- পায়ে হেটে যাওয়া দুস্কর হয়ে পড়ে। রাস্তার বেহাল অবস্থা থাকায় প্রতিনিতই ঘটছে দুর্ঘটনা। এ কারণে যাত্রীদের গন্তব্যে পৌঁছতে সময় লাগছে দিগুন। সড়ক যোগাযোগ ভাল না থাকায় এ অঞ্চলের কৃষকরা পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। তারা রাস্তাগুলো দ্রুত পাকা করণের দাবি জানান।
জানা যায়, মধুপুর উপজেলার ১১নং শোলাকুড়ি ইউনিয়নে মুসলমান ও আদিবাসী সহ পরিসংখ্যান অনুযায়ী ২০ হাজার লোকের বসবাস। এর মধ্যে প্রায় সাড়ে তিন হাজার আদিবাসী। এ অঞ্চলে আনারস, কলা, হলুদ, আদা, পেঁপে আবাদের জন্য বিখ্যাত হলেও সড়ক যোগাযোগের কোনই উন্নতি হয়নি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno