আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  রাত ৯:২৮

মধুপুর বনের সেগুন গাছ চুরি!

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের মধুপুরে সংরক্ষিত বনাঞ্চলের প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ১০-১১টি সেগুন গাছ কেটে নিয়েছে সংঘবদ্ধ চোরচক্র। উপজেলার দোখলা সদর বিটের ভুটিয়া গ্রামের সেগুন বাগান থেকে সম্প্রতি গাছগুলো রাতের আধারে কেটে নিয়ে যায়।
স্থানীয় গণি মিয়া সহ আরো কয়েকজন জানান, মাঝে মাঝেই সেগুন বাগান থেকে গাছ চুরি হচ্ছে। বন বিভাগের লোকজন জড়িত থাকায় কেউ কিছুই বলেনা। তারা আরো জানান, বন রক্ষক ও পাহারাদার মো. হামিদের যোগসাজশে ভুটিয়া গ্রামের লাল মিয়া ভুট্টো(৪৫), মো. রফিকুল ইসলাম(৪৭), চাঁন মাহমুদ(৪৬) এবং অরণখোলা গ্রামের মফিজ উদ্দিন(৩৫) মিলে গাছগুলো কেটে নিয়েছে বলে তারা শুনেছেন।
সেগুন বাগানের পাহারাদার মো. আ. হামিদ জানান, নূরুজ্জামান নামে এক ব্যক্তি একটি মরা সেগুন গাছ কাটলে তিনি বিট অফিসারকে জানান। তিনি (বিট অফিসার) নূরুজ্জামানকে অফিসে ডেকে নেন। তারপর কী হয়েছে তা তিনি জানেন না।
দোখলা সদর বিটের ভারপ্রাপ্ত বিট কর্মকর্তা মো. মজিবর রহমান জানান, বাগানে কাটা গাছের একটি মোথাও আমি পাইনি। তিনি জানান, এক চোর অপর চোরের বিরুদ্ধে অভিযোগ করেই থাকে।
দোখলা রেঞ্জ কর্মকর্তা মো. রিয়াজুল মতিনের সাথে মুঠোফোনে বারবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno