আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  সন্ধ্যা ৭:৫১

মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে :: ডিআইজি ঢাকা রেঞ্জ

 

দৃষ্টি নিউজ:


ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন পিপিএম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। সেই উন্নয়নে মাদক ও জঙ্গিবাদ বাঁধা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, কারো একার পক্ষে মাদক ও জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব নয়। যার যার অবস্থান থেকে সবাইকে জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। স্ব স্ব অবস্থান থেকে মাদক ও জঙ্গি বিরোধী কার্যক্রম পরিচালনা করতে হবে- অন্ততপক্ষে বিভিন্ন সভা-সেমিনারে বক্তব্য দিতে হবে। রোববার(২৯ জুলাই) বিকালে জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে মাদক ও জঙ্গি বিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সভাপতিত্বে ওই সমাবেশে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু, যুগ্ম-সাধারণ সম্পাদক নাহার আহমদ, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আনিছুর রহমান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান(ছোট মনি), সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আহাদুজ্জামানের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, বাসাইল পৌরসভার মেয়র মো. আব্দুল রহিম আহমেদ, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু, ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম, বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম, আইনজীবী হোসনে আরা আহমেদ বেবী, মাওলানা নুর উদ্দিন জামেলী, নাগরপুর কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব সুজায়েত হোসেন, ধনবাড়ী পুলিশিং কমিটির সভাপতি সামসুল হুদা প্রমুখ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno