আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  বিকাল ৩:৩৮

মাহমুদুর রহমানের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার মানহানি ও রাষ্ট্রদ্রোহ মামলা

 

দৃষ্টি নিউজ:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন বক্তব্য দেওয়ায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে টাঙ্গাইলের আমলী আদালতে রাষ্ট্রদ্রোহ ও মানহানী মামলা দায়ের করা হয়েছে। টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সদর আমলী আদালতের বিচারক আব্দুল্লাহ আল মাসুমের আদালতে মঙ্গলবার(১২ ডিসেম্বর) দুপুরে এ মামলা দায়ের করা হয়। টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক আব্দুল্লাহ আল মাসুম অভিযোগ আমলে নিয়ে পরে আদেশ দেবেন বলে ঘোষণা করেন।
রাষ্ট্রদ্রোহ ও মানহানী মামলার বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী ইলিয়াস হোসেন মনি জানান, দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান গত ১ ডিসেম্বর ইউটিউবসহ কয়েক অনলাইন পোর্টালে ‘বাংলাদেশ নামক কোন রাষ্ট্রের অস্তিত্ব নেই, এবং বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র নয়’ ভারতের কলোনী এই কথাগুলো গণমাধ্যমের সামনে বলে প্রচার-প্রকাশ করেছেন। যার দ্বারা দেশ ও প্রতিবেশির মধ্যে সম্পর্ক বিনষ্টের চেষ্টা চালিয়েছেন। এছাড়াও তিনি এ প্রচার প্রচারণায় সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্য ও ব্রিটিশ আইনসভার প্রভাবশালী সদস্য টিউলিপ সিদ্দিকী সম্পর্কেও মিথ্যা ও মানহানীকর উক্তি করেন। এ ধরণের প্রচার-প্রচারণার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্য ও ব্রিটিশ পার্লামেন্টের প্রভাবশালী সদস্য টিউলিপ সিদ্দিকীর সামাজিক সম্মান ক্ষুন্ন হয়েছে। যার ক্ষতির পরিমাণ দুই হাজার কোটি টাকার সমান। দলীয় প্রধানের বিরুদ্ধে ও সরকার সম্পর্কে এ ষড়যন্ত্র চালানো ও প্রচার প্রচারনা অভিযোগে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল বাদী হয়ে ১২৩(ক)১২৪/৫০১/৫০২/৫০৫ ও ১০৯ ধারায় মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মাসুম অভিযোগটি আমলে নিয়ে পরে আদেশ দেবেন বলে ঘোষণা করেন।

 

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno