আজ- ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সন্ধ্যা ৭:১৮

মিরপুরে নিহত জঙ্গি আব্দুল্লাহর দুই সহযোগী গ্রেপ্তার

 

দৃষ্টি নিউজ:


রাজধানীর মিরপুরে র‌্যাবের অভিযানে নিহত জঙ্গি আব্দুল্লাহর দুই সহযোগী স¤্রাট ও শাহাদত হেসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার(৯ অক্টোবর) রাতে টাঙ্গাইলে কর্মরত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)-১২ এর ৩নং কোম্পানীর একটি দল নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, জেএমবির সক্রিয় সদস্য সিরাজগঞ্জ জেলার সাহেদনগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে শাহাদত হোসেন ওরফে আমির হামজা (২২) এবং নেত্রকোনা জেলার মোহগঞ্জ থানার শেখুপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে স¤্রাট মিয়া ওরফে হুরের খোজে (২১)।
র‌্যাব-১২ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি সেলিম জাহাঙ্গীর মঙ্গলবার(১০ অক্টোবর) সকালে সংবাদ সম্মেলনে জানান, ঢাকার মিরপুরে অভিযানে নিহত আব্দুল্লাহর বাড়িতে গত ২৫ আগস্ট বৈঠকে গ্রেপ্তারকৃত স¤্রাট ও শাহাদত উপস্থিত ছিলেন। এ সময় তারা বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করেছিল। যা র‌্যাবের প্রো-এক্টিভ অভিযানে ভেস্তে যায়। বিশ্বব্যাপী মুসলমানরা নির্যাতিত হচ্ছে তাই তারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা ও ইসলামী শরিয়া আইন চালু করতে চায়। এই মতবাদে উদ্বুদ্ধ হয়ে তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাবিধ জিহাদি পোস্ট, জিহাদি পিডিএফ ফাইল মনোযোগ দিয়ে পড়ত। একই সাথে তাদের সহযোগীদের ধ্বংসাতœক পরিকল্পনা তাদের আকৃষ্ট করত। এভাবেই তারা জঙ্গিবাদে জড়িয়ে পড়ে। গত ১০ সেপ্টেম্বর তারা বৈঠক করে। ওই বৈঠকে তারা বিভিন্ন জায়গায় ধ্বংসাতœক কার্যক্রমের পরিকল্পনা করছিল। গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান র‌্যাবের অধিনায়ক।
আটককৃতদের কালিহাতীর থানার ১ নং মামলায় গ্রেপ্তার দেখিয়ে ও রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার বীনা রাণী দাস, র‌্যাব-১২ সিপিসি-৩ সিরাজগঞ্জের অবস্ অফিসার থোয়াই অং মারামা সহ র‌্যাবের বিভিন্ন কর্মকর্তা।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno