আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  রাত ১২:২২

মির্জাপুরে কাল বৈশাখীতে ব্যাপক ক্ষয়ক্ষতি

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের মির্জাপুরে কাল বৈশাখী ঝড়ে কাঁচা ঘর-বাড়ি, গাছাপালা ও বৈদ্যুতিক লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার(২১ এপ্রিল) দুপুরের দিকে উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে যাওয়া প্রায় আধা ঘণ্টা স্থায়ী কাল বৈশাখী ঝড়ে উপজেলার দরানীপাড়া, খৈলিয়াজানী, ফতেপুর, থলপাড়া, পাকুল্যা, হিলড়াসহ বিভিন্ন গ্রামে প্রায় শতাধিক কাঁচা ঘর-বাড়ি এবং বিপুল সংখ্যক গাছপালা ভেঙে পড়েছে বলে স্থানীয়ভাবে খবর পাওয়া গেছে।
এছাড়া কাল বৈশাখীতে উপজেলার বিভিন্ন স্থানে পল্লী বিদ্যুতের তার ছিড়ে গেছে। কোথাও কোথাও বৈদ্যুতিক খুটিও ভেঙে পড়েছে। ফলে দুপুর সাড়ে বারোটা থেকে সন্ধা পর্যন্ত পুরো উপজেলা বিদ্যুৎবিহীন রয়েছে। বিশেষ করে পৌর এলাকার বাওয়ার কুমারজানী উত্তরপাড়া নামকস্থানে পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের প্রধান সঞ্চালন লাইনের তিনটি খুটি ভেঙে গেছে।
এতে শুধু মির্জাপুর উপজেলা নয়, টাঙ্গাইলের পল্লী বিদ্যুতের আওতাভুক্ত এলাকা সমুহের বিদ্যুৎ সরবরাহও বন্ধ রয়েছে বলে পল্লী বিদ্যুতের মির্জাপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মোর্শেদুল ইসলাম জানিয়েছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno