আজ- ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  বিকাল ৩:১৪

মির্জাপুরে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি সৃষ্টি বিষয়ক অবহিতকরণ কর্মশালা

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের মির্জাপুরে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি সৃষ্টি এবং তাদের কর্মস্থানের ব্যবস্থা করণের লক্ষে উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) এর সামাজিক প্রচারাভিযানের অংশ হিসেবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীনের সভাপতিত্বে কর্মশালায় বেকার যুবক ও যুবতিদের সম্পূর্ণ সরকারি খরচে প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তি সৃষ্টি ও তাদের কর্মসংস্থানে ব্যবস্থাকরণ বিষয়ক অবহিতকরণ বিষয়ক অবহিতকরণ আলোচনা করেন, সেইপ এর সুপারভিশন ও মনিটরিং কর্মকর্তা একেএম মঞ্জুরুল ইসলাম, সোস্যাল মার্কেটিং অফিসার মো. খোরশেদ আলম ও ফিল্ড মার্কেটিং অফিসার বিল্লাল হোসেন।
কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের ৩০জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno