আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৮:১৩

যমুনায় অবৈধ বালু উত্তোলনের দায়ে দু’জনের দণ্ড

 

দৃষ্টি নিউজ:

যমুনা নদীর বঙ্গবন্ধুসেতু পূর্বপাড়ে ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি নামক স্থানে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামের আব্দুল শুকুর মোল্লার ছেলে মুজাহিদ ও ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের পূর্ণবাসন গ্রামের সেকান্দর আলীর ছেলে আব্দুস ছালাম।

শুক্রবার (১৯ জুন) সকালে বঙ্গবন্ধুসেতু পূর্ব সংলগ্ন ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি নামকস্থানে অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন এ দণ্ড প্রদান করেন।

ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন বলেন, বঙ্গবন্ধুসেতু পূর্ব সংলগ্ন উত্তর পাশে যমুনার সিরাজকান্দি অংশে অবৈধভাবে লোড ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল।

গোপনে সংবাদ পেয়ে শুক্রবার সকালে যমুনা নদীতে অভিযান চালিয়ে ড্রেজার মেশিনের চালক ও কার্গো ট্রলারের চালককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

তিনি আরো জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno