
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের বিশ্বখ্যাত যাদুকর পিসি সরকার মেমোরিয়াল ম্যাজিক সোসাইটির নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা সদর রোডের পুরাতন ফৌজদারী কোর্ট চত্ত্বরে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক ও পিসি সরকার মেমোরিয়াল ম্যাজিক সোসাইটির সভাপতি মো. শহীদুল ইসলাম।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন, পিসি সরকার মেমোরিয়াল ম্যাজিক সোসাইটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. খালেকুজ্জামান খান লাবু, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ সহ পিসি সরকার মেমোরিয়াল ম্যাজিক সোসাইটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
