আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সন্ধ্যা ৭:২১

রাত পোহালেই ভোট উৎসব

 

বুলবুল মল্লিক:


শেষ হচ্ছে দীর্ঘ অপেক্ষা। রাত পোহালেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন। রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট উৎসব। সব দলের অংশগ্রহণে সরগরম নির্বাচনে ভোট দিতে মুখিয়ে আছেন ভোটাররা। ভোটারদের নিজ নিজ ভোটার নম্বর এবং ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য এসএমএস এবং অনলাইন সুবিধা দিচ্ছে ইসি।
একাদশ নির্বাচনে এবারই প্রথমবারের মতো দেশের ছয়টি আসনে সম্পূর্ণরূপে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে দেশের সকল কেন্দ্রে ব্যালট বাক্সসহ নির্বাচনের সকল সরঞ্জাম পাঠানোর কাজ শুরু হয়েছে। আজ (২৯ ডিসেম্বর) বিকালের মধ্যেই সকল কেন্দ্রে পৌঁছে যাবে সকল প্রয়োজনীয় সরঞ্জাম।
নির্বাচনের প্রথম তফসিল গত ৮ নভেম্বর অনুষ্ঠিত হলেও ১২ নভেম্বর তফসিল ফের ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ছিল ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার হয় ৯ ডিসেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।
টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে মূল লড়াই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের। নানা নাটকীয়তার পর টাঙ্গাইল-৫(সদর) আসনে মহাজোটপ্রার্থী জাতীয়পার্টির শফিউল্লাহ আল মুনিরের সাথে সাথে আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে মো. ছানোয়ার হোসেন থাকছেন ভোটের মাঠে।
টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে ১২টি উপজেলা, ১১টি পৌরসভা ও ১১৮টি ইউনিয়ন রয়েছে। মোট ভোট কেন্দ্র রয়েছে ১০০১টি। জেলার আটটি সংসদীয় আসনে মোট ভোটার রয়েছে ২৭ লাখ ৮৩ হাজার ৩৯৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ১৩ লাখ ৭৮ হাজার ৯১১জন এবং মহিলা ভোটার ১৪ লাখ ৪ হাজার ৪৮৭ জন।
সংসদীয় আটটি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছেন-
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি): এ আসনে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন, আওয়ামী লীগ প্রার্থী ড. আব্দুর রাজ্জাক(নৌকা), বিএনপি প্রার্থী শহীদুল ইসলাম(ধানের শীষ), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আবু মিল্লাত হোসেন (আম), ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের প্রার্থী আশরাফ আলী (হাতপাখা), জাকের পার্টির প্রার্থী সালামত হোসাইন খান (গোলাপ ফুল)। এ আসনে আওয়ামীলীগ মনোনীত ড. আব্দুর রাজ্জাক(নৌকা) ও ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি প্রার্থী শহীদুল ইসলাম(ধানের শীষ) এর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর): এ আসনে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন, আওয়ামী লীগ প্রার্থী তানভীর হাসান ছোট মনির (নৌকা), বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু (ধানের শীষ), বিকল্প ধারার প্রার্থী মুনিরুল ইসলাম (কুলা), ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের প্রার্থী এসএম শামছুর রহমান (হাতপাখা), জাকের পার্টির প্রার্থী এনায়েত হক মঞ্জু (গোলাপ ফুল), কমিউনিস্ট পার্টির প্রার্থী জাহিদ হোসেন খান (কাস্তে)।
এ আসনে আওয়ামীলীগের নবীণ প্রার্থী তানভীর হাসান ছোট মনির (নৌকা) প্রচারণায় এগিয়ে রয়েছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপির সুলতান সালাউদ্দিন টুকুর(ধানের শীষ) মধ্যে হবে।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল): এ আসনে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন, আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমান খান (নৌকা), বিএনপি প্রার্থী লুৎফর রহমান খান আজাদ (ধানের শীষ), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী এসএম চাঁন মিয়া (আম), বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী আবু হানিফ (ফুলের মালা), ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের প্রার্থী রেজাউল করিম (হাতপাখা), জাকের পার্টির প্রার্থী খলিলুর রহমান (গোলাপ ফুল), বিএনএফ’র প্রার্থী আতাউর রহমান খান (টেলিভিশন)। এ আসনে আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমান খান (নৌকা) ও বিএনপি প্রার্থী লুৎফর রহমান খান আজাদ (ধানের শীষ) এর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হলেও শেষ দিকে লুৎফর রহমান খান আজাদ নির্বাচনী মাঠ অনেকটা ছেড়ে দিয়েছিলেন।
টাঙ্গাইল-৪ (কালিহাতী): এ আসনে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন, আওয়ামী লীগ প্রার্থী হাছান ইমাম খান (নৌকা), কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী মো. লিয়াকত আলী (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী আবদুুল লতিফ সিদ্দিকী (ট্রাক- পরে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন), জাতীয় পার্টি-জেপি’র প্রার্থী সাদের সিদ্দিকী (বাইসাইকেল), ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের প্রার্থী মির্জা আবু সাঈদ (হাতপাখা), জাকের পার্টির প্রার্থী মোন্তাজ আলী (গোলাপফুল), জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ মুশতাক হোসেন(লাঙ্গল- পরে তিনি নৌকা প্রতীকের প্রতি সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান)।
এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগ প্রার্থী হাছান ইমাম খান(নৌকা) ও ঐক্যফ্রন্ট লীগ প্রার্থী মো. লিয়াকত আলীর (ধানের শীষ) মধ্যে।
টাঙ্গাইল-৫(সদর): এ আসনে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন, আওয়ামী লীগ প্রার্থী মো. ছানোয়ার হোসেন (নৌকা), বিএনপির প্রার্থী মাহমুদুল হাসান (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকী (মাথাল), আবুল কাশেম (সিংহ- পরে তিনি সরে দাঁড়ান), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আবু তাহের (আম), বিএনএফ’র প্রার্থী শামীম আল মামুন (টেলিভিশন), ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের প্রার্থী খন্দকার ছানোয়ার হোসেন (হাতপাখা), জাতীয় পার্টির প্রার্থী শফিউল্লাহ আল মুনির (লাঙ্গল), বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী সৈয়দ খালেকুজ্জামান মোস্তফা (বটগাছ)।
আওয়ামী লীগ প্রার্থী ছানোয়ার হোসেন (নৌকা), বিএনপির প্রার্থী মাহমুদুল হাসান (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকী (মাথাল), জাতীয় পার্টির প্রার্থী শফিউল্লাহ আল মুনির (লাঙ্গল) প্রতীকের মধ্যে চতুর্মুখী লড়াই হওয়ার সম্ভবনা রয়েছে।
টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার): এ আসনে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন, আওয়ামী লীগ প্রার্থী আহসানুল ইসলাম টিটু(নৌকা), বিএনপি প্রার্থী গৌতম চক্রবর্তী (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আশরাফুল ইসলাম (ট্রাক), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মামুনুর রহমান (আম), বিএনএফ’র প্রার্থী সুলতান মাহমুদ (টেলিভিশন), ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের প্রার্থী আখিনুর মিয়া (হাতপাখা), বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী আনোয়ার হোসেন (ফুলের মালা)। এ আসনে আওয়ামী লীগ প্রার্থী আহসানুল ইসলাম টিটু(নৌকা) ও বিএনপি প্রার্থী গৌতম চক্রবর্তীর (ধানের শীষ) মধ্যে লড়াই সীমিত থাকার সম্ভাবনা রয়েছে।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর): এ আসনে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন, আওয়ামী লীগ প্রার্থী একাব্বর হোসেন (নৌকা), বিএনপি প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী (ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী জহিরুল ইসলাম জহির (লাঙ্গল), ইসলামী শাসনন্ত্র আন্দোলন বাংলােেশর প্রার্থী শাহিনুর ইসলাম (হাতপাখা), খেলাফত মজলিশের প্রার্থী সৈয়দ মজিবর রহমান (দেয়াল ঘড়ি), প্রগতিশীল গণতান্ত্রিক দলের প্রার্থী রূপা রায় চৌধুরী(বাঘ)। এ আসনে আওয়ামী লীগ প্রার্থী একাব্বর হোসেন (নৌকা) ও বিএনপি প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী (ধানের শীষ) এর মাধ্যেই জয়-পরাজয় সীমাবদ্ধ থাকতে পারে।
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর): এ আসনে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন, আওয়ামী লীগ প্রার্থী জোয়াহেরুল ইসলাম জোয়াহের (নৌকা), কৃষক শ্রমিক জনতা লীগ তথা জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী কুঁড়ি সিদ্দিকী (ধানের শীষ), ইসলামী শঅসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল লতিফ মিয়া (হাতপাখা) ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শফি সরকার (আম)। এ আসনে একাধিক প্রার্থী থাকলেও আওয়ামী লীগ প্রার্থী জোয়াহেরুল ইসলাম জোয়াহের (নৌকা) ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর তনয়া জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী কুঁড়ি সিদ্দিকীর (ধানের শীষ) মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno