আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ১:২৮

রাফি হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে টাঙ্গাইলের বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা। শুক্রবার (১২ এপ্রিল) সকালে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক তানভিরুল ইসলাম হিমেল, জেলা ছাত্রলীগের সদস্য মিলন মাহমুদ, ইমদাদুল হক সাজ্জাদ, শহর ছাত্রলীগের সদস্য আকাশ আহমেদ, সরকারি সা’দত কলেজের ছাত্র মাসুদ আহমেদ, সরকার ইমন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আমরা এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছি এবং ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল সকালে নুসরাত আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় গেলে মুখোশপরা চার-পাঁচজন তাকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। নুসরাত অস্বীকৃতি জানালে তারা তার গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়। গুরুতর দগ্ধাবস্থায় ওইদিন রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় নুসরাত মারা যান।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno