আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  ভোর ৫:১৭

রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদে এলেঙ্গায় মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:


মিয়ানমারে রোহিঙ্গাদের নির্যাতন, গণহত্যা বন্ধ ও বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে নাগরিকত্ব দেওয়ার দাবিতে টাঙ্গাইলের এলেঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার(১৪ সেপ্টেম্বর) বিকাল চার টায় উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্ত্বরে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এলেঙ্গা প্রেসক্লাব, রাজাবাড়ী অনার্স অ্যাসোসিয়েশন, এসডিএফ, বিডি বয়েজ ক্লাব, ইউনিক ফ্রেন্ডসক্লাব ও বন্ধু ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি মোতালেব সিকদার, উপজেলা বাকশিসের সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আব্দুল লতিফ মোল্লা, লুৎফর রহমান মতিন মহিলা কলেজের প্রভাষক কাশীনাথ মজুমদার পিংকু প্রমুখ।
এছাড়া, মানববন্ধনে লুৎফর রহমান মতিন মহিলা কলেজের অধ্যক্ষ ফজলুল হক, এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার, আওয়ামী লীগ নেতা নূর এ আলম সিদ্দিকী, এলেঙ্গা শামসুল হক কলেজের উপাধ্যক্ষ নয়া মিয়া, সল্লা সমবায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেক আলী মোল্লা, এলেঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক দুলাল হোসেন, এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, সহ-সভাপতি দাশ পবিত্র, সাংবাদিক কাজল আর্য, বৃজের পরিচালক খন্দকার মুজিবুর রহমান তপন, এলেঙ্গা পৌর ছাত্রলীগের আহ্বায়ক রাজু আহমেদ, বন্ধু ফাউন্ডেশনের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, রাজাবাড়ী অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাজহারুল ইসলাম কুয়াশা, সাধারণ সম্পাদক মোল্লা জাকারিয়া লেলিন, এসডিএফ’র প্রতিষ্ঠাতা সুজন মাহমুদসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশ নেন।

 

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno